fbpx
Saturday, April 1, 2023
বাড়িUncategorizedকরোনাভাইরাস আপডেট || চ্যানেল আই সকাল ৯টার সংবাদ || Channel i NEWS...

করোনাভাইরাস আপডেট || চ্যানেল আই সকাল ৯টার সংবাদ || Channel i NEWS (April 08, 2020)

করোনাভাইরাস আপডেট || চ্যানেল আই সকাল ৯টার সংবাদ || Channel i NEWS (April 08, 2020)

source

RELATED ARTICLES

37 মন্তব্য

  1. করোনা ভাইরাসের খুব কার্যকরী ঔষধ হোমিওপ্যাথিক এ আছে কিন্তু আপনারা এদিক-সেদিক কেন দৌড়াদৌড়ি করতেছেন প্লিজএদিক সেদিক দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করার মত সময়এখন আমাদের হাতে নেই তাই এখন শুধু আমাদেরএকটাই টার্গেট মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে হবে করোনার হাত থেকে যে কোন কিছুর বিনিময়ে তাই কোন গ্রাফিটি না দেখিয়ে কোন অবহেলা না করে হোমিও বিশেষজ্ঞদের সাথে বিস্তারিত পরামর্শের মাধ্যমে পরীক্ষা স্বরূপ একবার হলেও চেষ্টা করে দেখুন তাহলেইতো বুঝতে পারবেন তারপর না হয় অন্য কোনো ব্যবস্থা নেবন প্লিজ এটা আমার অনুরোধ আপনারা অবহেলা করবেন না এটা কোন সাধারণ ঔষধ না এটা হলো হোমিও জার্মানি ঔষধ এটা নিয়ে কাজ করলে অবশ্যই আমরা করোনা যুদ্ধে সফল হবোই হবো ইনশাআল্লাহ

  2. যারা টিউশন করে ঘর চালায় তাদের চাকরি নেই। বাসা ভাড়া যে দিতে পারছি না।এ ব্যাপারে যদি কিছু বলা হত ভালো হত।আমি বলছি না সম্পূর্ণ বাতিল করতে যদি অর্ধেক টা ভাড়া কমানো যায় অনেক উপকার হতো।

  3. মাননীয় প্রধান মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মত সাধারন খুদরো বেপসাইরা কিছুইতো পাইতেছিনা দেশে লকডাউনের কারোনে আমরা আনেক কস্টে দিন কাটাইতেছি

  4. আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি অনেক প্রবাসীর পরিবার আছে খুবই সমস্যা একু নজর দিবেন এই দিগে

  5. আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি অনেক প্রবাসীর পরিবার আছে খুবই সমস্যা একু নজর দিবেন এই দিগে

  6. ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কী অপরাধ করল ।আমরা আক্রান্ত হলে কোম্পানি বা সরকার কি করবে? এ নিয়ে চ্যনেলে কোন প্রতিবেদন ও নেই ।আমরা সব জায়গায় অবহেলিত!

  7. দেশে করোনা রোগীর চিকিৎসা সেবা প্রদানে ডাক্তার নার্সদের আপত্তির খবরে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নেয়ার কথা বলেছেন যা ভাল পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে ভুলে গেলে চলবে না যে Self preservation is the first law of nature. কাজেই পিপিই এবং কোন ধরনের প্রটেক্টিভ গিয়ার ছাড়া তারা কি ভাবে রোগী দেখতে চাইবে?

    এটা ঠিক ইউরোপের অনেক দেশে স্বাস্থ্য কর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও করোনার রুগী দেখছেন এবং জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছেন। তবে সেটা বাংলাদেশে আশা করা ঠিক হবেনা। আমাদের দেশে আত্মত্যাগের সেই মাইন্ডসেট কোন খাতেই এখনো তৈরি হয়নি।

    আমাদের স্বাস্থ্য খাত পুরোপুরি বাণিজ্যিক যেখানে লাভ ক্ষতির হিসেবই হচ্ছে নিয়ামক শক্তি। দেশে সরকারী স্বাস্থ্য কাঠামো বলতে গেলে কিছুই নেই। যেখানে বিশ্বে স্বাস্থ্যখাতের গড় ব্যয় জিডিপির সাত শতাংশ সেখানে বাংলাদেশে তা তিনের নিচে। সব সরকারের আমলেই এই খাত উপেক্ষিত থেকেছে। আর যে সামান্য সরকারী স্বাস্থ্যখাত আছে, সীমাহীন দুর্নীতি তার শেষ রক্ত বিন্দু পর্যন্ত চুষে নিচ্ছে। তাই স্বাস্থ্য সেবার জন্য বেসরকারী ব্যবস্থাই লোকজনের ভরসা তবে তার জন্য যে ক্রয় ক্ষমতা থাকতে হবে তা কয় জনার আছে। যার কারণে বৃহৎ জন গোষ্ঠী এই খাতের বাহিরেই থেকে যাচ্ছে। এই খাতে দুর্নীতির মাধ্যমে যে সীমাহীন প্রফিটিয়ারিং হচ্ছে তা তো সবারই জানা। কিন্তু কোনো সরকার কি আজ পর্যন্ত কিছু করতে পেরেছে? প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন প্রয়োজনে বিদেশ হতে ডাক্তার আর নার্স আনা হবে। এই আস্ফালন যে নিতান্তই হাস্যকর তা হয়ত উনি বা উনার সরকার জানেন না। পুরো সরকার ব্যবস্থাপনায় মাথা থেকে যে মরণঘাতি পছন ধরেছে, স্বাস্থ্য ব্যবস্থা তার বাহিরে থাকতে পারে না। বিদেশ থেকে কিছু ডাক্তার এনে মুমূর্ষ এই স্বাস্থ্য খাতকে বাঁচানো যাবে না।

    আল্লাহই আমাদের একমাত্র আশ্রয়। তাঁর কাছেই আমাদের প্রার্থনা তিনি যেন গায়েবী শক্তি দিয়ে করোনার হাত থেকে আমাদের এই গরিব জনগোষ্টিকে রক্ষা করেন। আমীন।

    Munir Ahmed.

  8. সরকারের মন্ত্রী এমপি, গ্রামের ইউপির চেয়ারম্যান, মেম্বার গরীব হেটে খাওয়া মানুষের জন্য একটু সহায়ক হবে না, ডাক্তার নার্স চিকিৎসক পুরস্কার গোসনা না দিয়ে, অসহায় মানুষের পাশে দারান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular